কুরবানির তাৎপর্য ও কুরবানী সম্পর্কে বই pdf download. কুরবানীর বই pdf

 



কুরবানির তাৎপর্য pdf : কুরবানি কি নিছক একটি প্রথা? ইসলামি শরীয়তের দৃষ্টিতে এটি কোনো বিশেষ তাৎপর্যের অধিকারী কিনা? এর পেছনে যুক্তি কি? আপনি যদি কুরবানীর তাৎপর্য বিষয়ক pdf টি পড়েন তবে নিশ্চই এই বিষয়ে আপনার ধারণা সুস্পষ্ট হয়ে যাবে।

কুরবানির ইতিহাস অনেক প্রাচীন। মানব জাতির আদি পিতা হযরত আদম (আ.) এর যুগ থেকেই কুরবানি চলে আসছে, যা আমরা পবিত্র কুরআনের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত হতে জানতে পারি।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’আলা বলেন – হে মুহাম্মাদ (সা.) বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। তাঁর কোনো শরীক নেই।  সূরা -আন’আম।

কুরবানী স্রষ্টা প্রদত্ত একটি বিধান। যা মুমিন বান্দদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদতও বটে। কুরবানী মূলত হযরত ইব্রাহীম (আ.) এর সুন্নত, যা উম্মতে মোহাম্মাদীর মধ্য হতে নেসাব পরিমাণ সম্পর্দের মালিকদের উপর ওয়াজিব করা হয়েছে।

একজন মুমিনের সার্থকতা তো এখানেই, যেখানে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়। কুরবানীর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন খুবই সহজ। কুরবানীর জন্য প্রথম বিষয় হলো ইখলাস অর্থাৎ, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন। এজন্য ইসলামী শরীয়তের ভিত্তিতে কুরবানীর মাসআলা -মাসায়েল জানা খুবই গুরুত্বপূর্ণ।

কুরবানী দুনিয়ার প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হযরত আদম (আ.) এর যুগ থেকেই চলে আসছে। মহাগ্রন্থ আল কুরআনের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে হাবিল ও কাবিলের কুরবানির কথা জানতে পারি। তখন থেকেই মূলত মানব জাতির কুরবানি শুরু হয়।

আমরা শেষ নবীর উম্মত। আর এই উম্মতের জন্য কুরবানীকে একটি বিশেষ ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা নেসাব পরিমাণ সম্পর্দের মালিক তাদের জন্য কুরবানী ওয়াজিব। তবে কুরবানীর জন্য ইসলামী শরীয়তের একটি বিধিবিধান রয়েছে, যা অবশ্যই পালনীয়।

 কুরবানী সম্পর্কে বই: কুরবানী সম্পর্কিত বই সমূহের pdf ফাইল ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন; তারপর গুগল ড্রাইভে ডাউনলোড চিহ্নের উপর ক্লিক করুন।


► ডাউনলোডঃ আহকামে কুরবানী – মুফতি কামালুদ্দিন

► ডাউনলোডঃ কুরবানী ও আকীকাহ – মুফতি মুহাম্মাদ বিলাল হুসাইন

► ডাউনলোডঃ কুরবানী ও জাবীহুল্লাহ – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর

► ডাউনলোডঃ কুরবানি তাৎপর্য ও আহকাম – আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

► ডাউনলোডঃ কুরবানী ফযীলত ও আমল – হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল

► ডাউনলোডঃ কুরবানীর ইতিহাস উদ্দেশ্য ও কতিপয় বিধান – ড. মুহাম্মদ আব্দুল কাদের

► ডাউনলোডঃ কুরবানির বিধান – আব্দুল হামীদ আল মাদানী

► ডাউনলোডঃ কুরবানীর শিক্ষা – খন্দকার আবুল খায়ের

► ডাউনলোডঃ মাজার ও কবরের উদ্দেশ্য কুরবানী – সালেহ বিন ফাওযান আল ফাওযান

► ডাউনলোডঃ মাসায়েলে কুরবানী ও আকীকা – মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব

► ডাউনলোডঃ মুকীম অবস্থায় শরীক কুরবানী বিষয়ে সমাধান – আখতারুল আমান

► ডাউনলোডঃ যিলহজ্জ ঈদ ও কুরবানী – আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

► ডাউনলোডঃ যিলহজ্জ মাসের প্রথম দশ দিন, ঈদ, কুরবানী –  আবুল খায়ের

► ডাউনলোডঃ যিলহজ্জের প্রথম দশ দিনের ফযীলত এবং ঈদ ও কুরবানীর বিধান 

► ডাউনলোডঃ হজ্জ ও কুরবানীর বিকল্পের নসীহত এক অসঙ্গত দাবী

► ডাউনলোডঃ 

প্রিয় পাঠক, কুরবানি অনেক ফজিলত ও সওয়াবের কাজ। কুরবানির হুকুম স্বয়ং মহান আল্লাহর পক্ষ থেকেই। কুরবানির মাধ্যমে অতি সহজেই মহান আল্লাহর প্রিয় হওয়া যায়। মহান আল্লাহ আমাদের সমস্ত কুরবানি কবুল করুন।





ইসলামিক বই pdf, কুরবানী বই, বিষয়ভিত্তিক তাফসীর বই বিষয় ভিত্তিক ওয়াজের বই pdf Downloa

Previous Post Next Post